1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কাল সন্ধ্যায় মুন্সিগঞ্জ–১ ও ২ আসনে এনসিপির দুই সমন্বয়কারীর মনোনয়ন ঘোষনা গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত, আহত -৩ নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

মঠবাড়িয়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় মো. সবুজ গাজী (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।এ সময় ওই মোটর সাইকেলে থাকা মো. আলা উদ্দিন আকন (১৭) নামের অন্যএক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছেন।তারা উভয়েই উপজেলার ডাক্তার রুস্তম আলী ফরাজী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিন সোনাখালী গ্রামে।নিহত কলেজ ছাত্র সবুজ গাজী উপজেলার মানিকখালী গ্রামের কবির গাজীর ছেলে।আর আহত মো. আলাউদ্দিন আকন একই গ্রামের নুরুল আমিন আকনের ছেলে।নিহতের পিতা কবির গাজী জানান, তার পুত্র প্রতিদিনের ন্যায় মোটর সাইকেলে করে কলেজে যাচ্ছিলো।ওই দিন সকাল ১০টার দিকে ক্লাসের উদ্দেশ্যে তার এক বন্ধুকে নিয়ে যাওয়ার পথে এ দূর্ঘনায় নিহত হয়।থানা পুলিশ ও স্হানীয় সূত্রে জানা, ওই দিন সকাল ১০টার দিকে ওই দুই ছাত্র মোটর সাইকেলে করে কলেজে যাচ্ছিলেন।এ সময় দক্ষিন সোনাখালী এলাকার ইলিয়াস জামালের বাড়ির কাছে পৌঁছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে।এ সময় মোটর সাইকেলের চালক সবুজ গাজী ও তার সাথে থাকা মোটর সাইকেল আরোহী মো. আলা উদ্দিন গুরতর আহত হন।স্হানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজ গাজীকে মৃত্যু বলে ঘোষনা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজিব রায়হান বলেন সবুজ গাজীকে মৃত্যু অবস্হায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।আর সাথে থাকা আলা উদ্দিনকে উন্নত চিকিৎসারজন্য অন্যত্র প্রেরন করা হয়েছে।ওই কলেজের অধ্যক্ষ শাহ আলম মারুফ বলেন, ওই কলেজ ছাত্ররা বাড়ি থেকে কলেজে আসার সময় আহত হয়েছেন।তাদের খোঁজ নেয়া হয়েছে।নিহতের বাড়িতে কলেজের পক্ষ থেকে টিম পাঠানো হয়েছে।আর আহতকে চিকিৎসার জন্য সহযোগীতা করা হবে।মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, নিহত কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓