বিএনপি-জামায়াতের অবরোধের মধ্যে চুনারুঘাটে ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটিয়ে গাড়ি ভাংচুরের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে পৌরসভার ধলাইপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজিব আহমদ (২৪) চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।থানার ওসি রাশেদুল হক জানান, বেলা ১টার দিকে ধলাইপাড় মোড়ে একদল লোক ঝটিকা মিছিল বের করে একটি ট্রাক ভাংচুর করে।তারা সেখানে অগ্নি সংযোগ করে।এ সময় পুলিশ ধাওয়া করে একজনকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়।ছাত্রদলের সাধারন সম্পাদক এর হেফাজত থেকে একটি ককটেল, পরে আশপাশে তল্লাশি চালিয়ে আরো দুটি ককটেল উদ্ধার করা হয়। এতে কেউ হতাহত হয়নি।এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।