প্রতিদিনের সংবাদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম সোহাগের উপর দূর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।রবিবার (৫ নভেম্বর) রাত দেড়টার দিকে তার বাড়ির সামনে এঘটনা ঘটে।সোহাগ জানান, নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির সামনে আসা মাত্রই তিন মোটরসাইকেল যোগে এসেই ভারি কিছু দিয়েই প্রথমে মাথার উপর আঘাত করে পরে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত জখম।সোহাগের বোন জানান, সোহাগের চিৎকারে বাড়ির লোকজন বাইরে এসে দেখি সে আহত অবস্থায় পরে আছে।তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তার মাথায় ৬টা সেলাই করা হচ্ছে।স্থানীয় সাংবাদিক রনি জানান, আমরা তার বাড়ির লোকজনের কাছে সংবাদ পেয়ে হাসপাতালে এসেছি।থানায় খবর দেওয়া হয়েছে। মাথায়, চোখের উপর ও চোখের পাশে ক্ষত চিহ্ন আছে। চোখের পাশের ক্ষত খুবই গভীর।আল্লাহ রক্ষা করেছেন।দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সাংবাদিক সোহাগের তিন জায়গায় ক্ষত আছে।তার মোট ছয়টা সেলাই গেছে। চোখের পাশের ক্ষতটা খুবই গভীর আরেকটু হলে হয়তো চোখের সমস্যা হতো।