মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ৩(মুন্সীগঞ্জ সদর-গজারিয়া)আসনে নৌকা প্রতীক এর প্রার্থী এড্যা:মৃণাল কান্তি দাসের সমর্থনে উপজেলার প্রতিটি ইউনিয়নে আনন্দ শোভাযাত্রা করে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় নেতৃবৃন্দ।এক যোগে উপজেলার সকল ইউনিয়নে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।উপজেলার বাউশিয়া ইউপি চেয়ারম্যান মো:মিজানুর রহমান প্রধান এর নেতৃত্বে বাউশিয়া উজান ভাটি রেস্টুরেন্টের সামনে,ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জি: সাহিদ মো:লিটন এর নেতৃত্বে কলেজ মাঠ থেকে, টেংগারচর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, বালুয়াকান্দী ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুর নেতৃত্বে জামালদী বাস ষ্টান্ড থেকে বালুয়াকান্দী শহীদ মিনারে, ইমামপুর ও গজারিয়া ইউনিয়নের নেতা কর্মীরা রসূলপুর খেয়াঘাট এলাকায় ও গুয়াগাছিয়া ইউনিয়ন এর নেতা কর্মী’রা চরচাষী এলাকায় এই শোভাযাত্রা বের করে।প্রতিটি শোভাযাত্রাই হাজার হাজার নেতা কর্মী’রা নৌকা প্রতীক নিয়ে ডাক ঢোল নিয়ে স্বত্বপূর্ত ভাবে অংশ গ্রহণ করে।