1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১১ অপরাহ্ন

উন্নয়ন দিয়েছি, সমৃদ্ধি দিয়েছি, পিরোজপুরবাসীকে জিম্মিদশা থেকে মুক্তি দিয়েছি…. শ ম রেজাউল করিম

  • প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, ২০১৮ সালে পিরোজপুর-১ আসনের এমপি নির্বাচিত হয়ে গত ৫ বছরে আমি উন্নয়ন দিয়েছি, সমৃদ্ধি দিয়েছি, পিরোজপুরবাসীকে জিম্মিদশা থেকে মুক্তি দিয়েছি। পিরোজপুর বাসস্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানের চাঁদা বন্ধ করেছি।পিরোজপুর থেকে মাদক, সন্ত্রাস বন্ধ করেছি।বুধবার (৩ জানুয়ারী) বিকেলে পিরোজপুর পৌর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, আমার সময়ে গত বছরে এখানে কোন টেন্ডারবাজী, নিয়োগ বানিজ্য, বদলী বানিজ্য হয়নি।অথচ আউয়াল সাহেব ১০ বছর এমপি থাকাকালীন সময়ে তিনি এসব কাজ করে এখন দুর্নীতি মামলার আসামী।আউয়াল সাহেবের দুর্নীতির কারণে সে সময়ে তার আপন ভাইয়েরা তার বিরুদ্ধে বয়কট করে সভা-সমাবেশে বলেছিল, একেএমএ আউয়াল আমাদের ভাই না, সে দুর্নীতিবাজ, সে টেন্ডারবাজ।তার সাথে আমাদের কোন সম্পর্ক নেই।’
তিনি আরও বলেন, এখন আবার সকল ভাইয়েরা মিলে দুর্নীতিবাজ আউয়ালের জন্য ভোট চাচ্ছে।তারা পিরোজপুরের মানুষকে আবার জিম্মি করতে চায়।তারা এখন জামায়াতের অনুকম্পা নেওয়ার জন্য মানবতা বিরোধী অপরাধের দায়ে আমরণ সাজাপ্রাপ্ত মৃত্যুবরণকারী দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিজেদের আত্মীয় বলে বক্তব্য দিচ্ছে।সাঈদী’র বাবা নাকি তাদের ‘নানা’ ছিল বলে সভা-সমাবেশে বলছে।আউয়াল সাহেব সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় কোন সাক্ষ্য দেয় নি এ কথা বলে বেড়াচ্ছে।তারা এখন সাঈদী প্রেমে বিভোর হয়ে পড়েছে।শ ম রেজাউল করিম বলেন, বিগত দিনের একেএমএ আউয়াল সাহেবের কর্মকান্ডে তাকে সভানেত্রী শেখ হাসিনা প্রত্যাখ্যান করেছে।তাই গত নির্বাচনে তাকে নেত্রী মনোনয়ন না দিয়ে আমাকে দিয়েছে মনোনয়ন।এবারও জননেত্রী শেখ হাসিনা আবারও আমায় মনোনয়ন দিয়ে নৌকা নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন, আপনাদের সেবা করার জন্য।তাই আগামী ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।নৌকা মার্কায় ভোট দিলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে। দেশ ও জনগণ ভাল থাকবে, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, একেএমএ আউয়াল বাংলাদেশের মীরজাফর মোস্তাকের প্রতাত্তা একেএমএ আউয়াল।তিনি প্রধানমন্ত্রী দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে বাজে মন্তব্য করছেন।নাজিরপুরের র্দীর্ঘায় এক সভায় তিনি (আউয়াল) জননেত্রীকে সম্পর্কে বলেন, ভগবানও খেলে, আমাদের নেত্রীও খেলে।এছাড়াও নেত্রীকে নিয়ে আরও বাজে বাজে মন্তব্য করেন।বিএনপি-জামায়াত নেতারাও জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করতে সাহস পায়নি।পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য প্রবীন আওয়ামী লীগ নেতা এডভোকেট চন্ডিচরণ পালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা সাবেক জেলা জজ আব্দুস সালাম সিকদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ, জেলা হিন্দু-বৈদ্য-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জ্যোতিন্ময় হালদার বাবুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিলিপ কুমার মাঝি, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓