নাসিম উদ্দীন কুৃষ্টিয়া প্রতিনিধি :
কুৃষ্টিয়া ভেড়ামারা উপজেলার গ্রাম্য হাট-বাজারে ভেজাল ও মানহীন বিস্কুট,চানাছুর, ও চিপ ও নানা ধরনের বেকারি সামগ্রী ধুমছে বিক্রি হচ্ছে।বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই এসব পণ্য বিক্রি হচ্ছে।জানা যায়, উপজেলার জুনিয়াদহ মোকারমপুর বাহাদুরপুর চাঁদগ্রামে বাহিরচর ধরমপুর ইউনিয়ন সহ মোট ছয়টা ইউনিয়নে চলছে ভ্যানসহ বিভিন্ন্ যানবাহন সহ ফুটপাতের দোকান সহ বিক্রিয় হচ্ছে খোলা বিস্কুট,চানাছুর,চিপ।ভেড়ামারা পৌরসভাসহ পাড়া মহল্লার কলেজবাজার, পৌরমার্কেট, দোকানেসহ মানহীন বেকারির পণ্য বিক্রি করা হচ্ছে ধুমছে।আর এই ধরণের পণ্য সামগ্রী অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে।এই হরেক রকম বিস্কুট ও চানাছুর, চিপ বিক্রিয় হচ্ছে পৌরসভার সহ বিভিন্ন উপজেলাই।ভেড়ামারা উপজেলার সমাজ সচেতন আমিনুল ইসলাম পিন্টু, সমাজব্রেতচারি শেখ সামচ্ছুস জামান পাসা বলেন, খোলা বাজারের বেকারির বিস্কুট খেয়ে বিভিন্ন বয়সের মানুষ অসুস্থ হয়ে পড়ছে।আর শিশুদের পেটের পীড়া দেখা দিচ্ছে।এ ব্যাপারে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল আমিন বলেন, ভেজাল কেমিক্যাল ও নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করা এসব সামগ্রী খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হতে পারে। পেট ব্যথা, শরীর দুর্বলসহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিএসিটিআইয়ের অনুমোদন ছাড়া যেসব বেকারি অস্বাস্থ্যকর পণ্য তৈরি করে বাজারজাত করছে তাদের বিরুদ্ধে খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।