নাসিম উদ্দীন কুৃষ্টিয়া প্রতিনিধিঃ
কুৃষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর বাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে এমপি মহোদয়ের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান।শনিবার (২৪ফেব্রুয়ারি) রাতে ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, এমপি মহোদয়ের পক্ষ থেকে স্বপন বেপারীর হাতে নগদঅর্থ প্রদান করেন।সেই সাথে পুড়ে যাওয়া বাড়ীর পূর্নবাসনের সমস্থ দায়ীত্ব নেন আব্দুল আজিজ।গত শুক্রবার রাত আনুমানিক ৮ টার দিকে ধরমপুর বাজারপাড়া এলাকার হায়দুরের ছেলে স্বপন বেপারীর বসত বাড়ীতে অগ্নীকান্ডের ঘটনা ঘটে।এতেকরে বসতবাড়ীর ৩ টি কক্ষসহ কক্ষের সমস্ত মালামাল মুহুর্তেই পুড়ে ছায় হয়ে যায়।আগুনে নগদ দেড় লক্ষ টাকা, ২ টা ছাগল, মোটর সাইকেল, ফ্রীজ, টেলিভিশন, বাক্স সহ সমস্থ আসবাব পত্র পুড়ে ছায় হয়ে যায়।