1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা কাউখালীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত পিরোজপুরে পুত্রবধু কতৃক শাশুড়ী হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন মুন্সিগঞ্জে যুবদল নেতা রানার সহযোগীতায় চাকরি পেলো শারীরিক প্রতিবন্ধী জুলিয়া গজারিয়া বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর আহবায়ক কমিটি ঘোষণা মুন্সিগঞ্জ পদ্মায় রাতভর অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে কারাদণ্ড ইন্দুরকানীতে সাংবাদিক সঙ্গে মতবিনিময় করলেন ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার ‎পিরোজপুরে পুরাতন জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

কাউখালীতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রী অপহৃত

  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রীকে (১৪) জোরপূর্বক অপহরণ করার অভিযোগ উঠেছে।শনিবার (৮ জুন ) সকাল সাড়ে আট টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আইরন বাজারের সামনে এ অপহরণের ঘটনা ঘটে।অপহৃত শিক্ষার্থী আইরন জয়কুল মোদাছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।ওই ছাত্রীর মা বাদী হয়ে তার মেয়েকে অপহরণের অভিযোগে একই এলাকার মাসুদ রানা রমিজের পুত্র মোঃ স্বাধীন মোল্লা ইমনের বিরুদ্ধে কাউখালী থানায় একটি অভিযোগপত্র দায়ের করেছেন।অপহৃত শিক্ষার্থীর মা জানান, স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রায়াই উক্ত্যক্ত করতো এলাকায়র বখাটে স্বাধীন মোল্লা ইমন।এই বিষয়ে তার পরিবারকে একাধীকবার জানানো হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি।ঘটনার দিন সকাল আটটার দিকে তার মেয়ে স্কুল বসে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে স্কুলে যায়।সকাল সাড়ে আট টার দিকে স্কুলের শিক্ষক আমাকে ফোন দিয়ে বলেন মেয়ে পেটে ব্যাথার কথা বলে প্রাইভেট না পড়ে বাড়িতে চলে গেছে।পরে মেয়ে বাড়িতে না আসায় আমি তাকে খুঁজতে বের হয়ে জানতে পারি বখাটে স্বাধীন মোল্লা ইমন মেয়েকে জোরপূর্বক আইরন বাজার থেকে অটোগাড়ীতে করে উঠিয়ে নিয়ে গেছে। এখন পর্যন্ত আমার মেয়ের কোনো খোঁজ পাই নাই।এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।প্রাইভেট শিক্ষক সমির চন্দ্র শীল বলেন, সকাল সাড়ে আট টার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়তে এসে তার পেটে ব্যাথার কথা বলে বাড়িতে যাওয়ার জন্য বলে।আমি এসময়ে তারই এক সহপাঠীকে সাথে দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেই।এর কিছু সময় পর তার সাথে পাঠানো ছাত্রী স্কুলে আসলে আমি ওই ছাত্রীকে বাড়িতে পৌঁছে দিয়ে আসার কথা জিজ্ঞেস করলে সে আমাকে জানায় ওই ছাত্রী মাঝ পথ থেকে তাকে বিদায় করে দিয়ে বাড়ির দিকে চলে যায়। পরে আমি ওই ছাত্রীর মাকে ফোনে তার মেয়ে বাড়িতে যাওয়ার বিষয়টি জানলে তিনি বলেন এখনো তার মেয়ে বাড়িতে আসেনি।পরে তিনি মেয়েকে খুঁজতে বের হয়ে তাকে খুঁজে পাননি।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, এক স্কুল ছাত্রীকে অপহরণের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।ঘটনার পর থেকে থানা পুলিশ মেয়েটিকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓