1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ চুনা কারখানা পিরোজপুরে ডা. জুবাইদা রহমান-এর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুরে তিন ব্যক্তির দ্বন্ধে অবরুদ্ধ ১৫ টি পরিবার গজারিয়ায় মেঘনা ব্রীজের নিচে ইউটার্ণ এর দাবিতে মানববন্ধন শ্রীপুরে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী পলাতক পাংশায় দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার, অভিযুক্ত শিহাব মন্ডল গ্রেফতার ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস ফ্যাসিবাদের দোসরদের মুখোশ উন্মোচনের দিন পড়া না পাড়ায় ঘাড় ধাক্কা দিয়ে শিক্ষার্থীর হাত ভেঙে দিলেন শিক্ষক মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় দেড় লাখ টাকায় সুইচগিয়ার সহ আটককৃতদের ছেড়ে দিল শ্রীনগর থানা পুলিশ

গজারিয়ায় উন্মুক্ত ভাবে কয়লা বিক্রি! ঝুঁকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বাউশিয়া পুরান ফেরী ঘাট এলাকায় উন্মুক্ত ভাবে কয়লা বিক্রি করা হচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকিসহ দূষিত হচ্ছে এলাকার প্রাকৃতিক পরিবেশ। স্থানীয় প্রশাসন ব্যবসায়ীদের উন্মুুক্ত ভাবে কয়লা বিক্রি না করতে সতর্ক করলেও ব্যবসায়ীরা মানছে না বলে জানান ভুক্তভোগী স্থানীয়রা কয়লা ব্যবসায়ীরা জানান, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লা আসে চট্টগ্রাম বন্দরে। সেখান থেকে কার্গো জাহাজে করে বাউশিয়া পুরান ফেরী ঘাটে এনে বিক্রি করছেন তারা। বিভিন্ন জেলার ইটভাটায় এই কয়লা ব্যবহার করা হয়। সরেজমিনে ঘুরে দেখা গেছে,পুরান ফেরী ঘাট এলাকায় উন্মুক্ত ভাবে কয়লা ব্যবসা করছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। কয়লা জাহাজ ও ট্রাক লোড-আনলোডের ফলে বাতাসে কয়লার ধুলায় অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।ভুক্তভোগী স্থানীয়রা জানান, নিত্যদিনের সঙ্গী কয়লার ধুলা। প্রতিনিয়িত ব্যবসা প্রতিষ্ঠানে ও ঘরের দরজা জানালা আসবাবপত্র পোশাক পরিচ্ছদ কয়লার ধুলায় সয়লাব হয়ে পড়ছে। এমনকি খাবারের সাথে খেতে হচ্ছে কয়লার ধুলা মেশানো ভাত ও তরিতরকারি। ফসলি জমিতে পরে মাটি ও কালো হয়ে যাচ্ছে। এসব জমিতে আগের মতো আর ফসল হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় কয়লা ব্যবসায়ীদের কয়লা ঢেকে বিক্রি করার নির্দেশ করলেও তা তারা মানছে না। গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাতবিন ছিদ্দিক বলেন, জমিতে কয়লার স্তর পড়লে মাটি থেকে ঠিকমতো প্রাকৃতিক খাদ্য গ্রহণে ফসলের সমস্যা হয়। গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব জানান, ধুলা ও কয়লা গুঁড়োর কারণে শ্বাসতন্ত্রের প্রদাহ ও দীর্ঘ মেয়াদি কাশি হতে পারে। অল্প কিছুদিনের মধ্যেই সেটা জটিল অসুখের দিকে যেতে পারে বলে জানান এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓