নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উপজেলা মৎস্য দপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযানে পনের কেজি ওজনের একটি কাতল মাছ, পাঁচ কেজি ইলিশ এবং প্রায় দশ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) উপজেলার বিভিন্ন নদ-নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক এর নেতৃত্বে নেছারাবাদ নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা এতে অংশ নেন।অভিযানে জব্দকৃত মাছ ও জাল পরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে নিলামে বিক্রি ও ধ্বংস করা হয় বলে জানা গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ রোধে নিয়মিত অভিযান চলছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।