1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জেলে গ্রেফতার কালীগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা কাউখালীতে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা আদায় মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে কবর খুঁড়ে ১৪টি কঙ্কাল চুরি জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন বাবা, ছেলে গ্রেফতার  নাজিরপুর এলজিইডিতে দুদকের অভিযান পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন নেছারাবাদে দুই স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন কাউখালীতে কীটনাশকের অপপ্রয়োগ রোধে কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাউখালীতে টাকার জন্য পিতাকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করলো পুত্র

  • প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৪৮৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে টাকা না দেয়ায় পিতাকে পিটিয়ে আহত করে হাসপাতালে ভর্তি করলো পুত্র। এ ঘটনায় ভুক্তভোগী পিতা মো. সরোয়ার হোসেন হাওলাদার (৬০) বাদী হয়ে বুধবার (২১ জুন) পুত্র টিপু হাওলাদার (৪৫) এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী পিতা সরোয়ার হোসেন উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামের মো. জব্বার হাওলাদারের ছেলে। আর অভিযুক্ত পুত্র টিপু হাওলাদার ওই পিতার জেষ্ঠ্য পুত্র। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২০ জুন) রাতে। থানায় দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ভুক্তভোগীর পিতার স্ত্রী মারা যাওয়ার পর তিনি দীর্ঘ দিন ধরে ফুসফুস রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় তার কন্যাদের বাড়িতে অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি চিকিৎসার জন্য তার একমাত্র সম্বল গরুটি বিক্রি করেন। ওই গরু বিক্রির টাকা নিতে তার পুত্র তাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে। টাকা দিতে রাজী না হয়ে গত মঙ্গলবার (২০ জুন) রাতে ঘর থেকে পালানোর কালে পুত্র সহ পুত্র বধু কহিনুর বেগম(৪০),নাতি রিয়া আক্তার (১৬), নাতি জামাই আজিম ঢ়াড়ী তাকে ঘরে থাকা লাঠি ও পিরা দিয়ে মারধর করে গুরুতর আহত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মাসুদ হোসেন জানান, ওই ভুক্তভোগী পিতাকে পুত্র কর্তৃক মারধরের ঘটনা স্থানীয়রা আমাকে ওই রাতে জানান। আমি তাদেরকে ওই ভুক্তভোগী পিতাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেই।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, টাকার জন্য পুত্র কর্তৃক পিতাকে মারধরের ঘটনায় ভুক্তভোগী পিতা থানায় একটি অভিযোগ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓