1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে সন্তানের স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় স্ত্রী-সন্তান ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে  আন্তর্জাতিক মে দিবস পালিত ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জেলে গ্রেফতার কালীগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা কাউখালীতে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা আদায় মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে কবর খুঁড়ে ১৪টি কঙ্কাল চুরি জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন বাবা, ছেলে গ্রেফতার 

কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে পিরোজপুরের কাউখালীতে পালিত হয়েছে আন্তর্জাতিক মে দিবস।বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে উত্তর বাজার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটিতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারীর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক, শাফিউল আজম (ভিপি দুলাল), উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিঞা, জিয়াউল হাসান লিকসন, গিয়াস উদ্দিন অলি, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, সদস্য সচিব শরিফুল আযম সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী প্রমুখ।আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যূনতম মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকের ঘামেই গড়ে ওঠে দেশের শিল্প ও উন্নয়ন, তাই তাদের যথাযথ মর্যাদা দেওয়া রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓