1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে মাদরাসা ছাত্রী ধর্ষন মামলার আসামি ঢাকায় গ্রেফতার ইন্দুরকানীর ১৩ জেলে ভারতের কারাগারে, পরিবারে আহাজারি কাউখালীতে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ফুলপুরে প্রতিবন্ধীদের মাঝে ভাতা কার্ড বিতরণ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ীতে ভূল চিকিৎসায় মাকে হারিয়ে শোকে কাতর দুই শিশু মঠবাড়িয়া দুটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি নাশকতা মামলায় ফের গ্রেপ্তার ফুলপুরে ৪৬ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে  মুন্সিগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ আটক ৩ যুবক নেছারাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা কাউখালীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পড়া না পাড়ায় ঘাড় ধাক্কা দিয়ে শিক্ষার্থীর হাত ভেঙে দিলেন শিক্ষক

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদে ক্লাসে পড়া দিতে না পারায় সাইদুল ইসলাম (আবু সাইদ) (৯) নামের এক মাদ্রাসার ছাত্রকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসার সহকারী শিক্ষক মো.নুরুন্নবীর বিরুদ্ধে। তিনি আল-কারীম ইসলামীয়া ক্যাডেট হিফজ মাদ্রাসার সহকারী শিক্ষক ও উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের মো. সাদেক হোসেনের ছেলে। আহত শিক্ষার্থী সাইদুল ইসলাম উপজেলার পঞ্চবেকী এলাকার মো. মোস্তাকিন বিল্লাহর পুত্র।শনিবার (১৪ জুন) সন্ধ্যায় এ বিষয়ে ভুক্তভোগীর দাদা আব্দুস সালাম নেছারাবাদ থানায় একটি অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জুন মাদরাসার শিক্ষক মোঃ নুরুন্নবী ক্লাসের পড়া নেয়ার সময় সাইদুল ইসলামকে পড়া জিজ্ঞাসা করলে মুখস্থ পড়া বলতে না পাড়ায় ওই শিক্ষক তাকে ঘাড় ধাক্কা দিলে সে বেঞ্চের উপরে গিয়ে পড়ে ডান হাতে আঘাত পায়। ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি তার পরিবারের কাউকে জানাননি এবং কোন চিকিৎসার ব্যবস্হা না করে কৌশলে মাদ্রাসা থেকে শিক্ষার্থীর বাড়ির পাশের একটি বাড়িতে রেখে সামান্য চিকিৎসার ব্যবস্থা করেন। পরে ঘটনা বেগতিক দেখে ওই বাড়ি লোকজন বিষয়টি তার পরিবারকে জানালে সাইদুলের পরিবারের লোকজন ওই বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে নিয়ে যায়। এ সংবাদ পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সাথে বরিশাল মেডিকেল যান। সেখানে চিকিৎসকরা হাতের এক্সে করে দেখেন সাইদুলের ডান হাতের দুটি পাঁজর ভেঙে গেছে। হাতে জরুরি ভাবে অপারেশন করতে হবে। অপারেশনের কথা শুনে সাথে যাওয়া মাদ্রাসার শিক্ষক কোন সহযোগিতা না করে কৌশলে বরিশাল হাসপাতাল থেকে পালিয়ে যান। বর্তমানে ওই শিক্ষার্থী বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দিনমজুর পিতা টাকার অভাবে তার চিকিৎসা করাতে পারছেন না। বিষয়টি সম্পর্কে জানতে অভিযুক্ত মাদ্রাসার সহকারি শিক্ষক মো. নুরুন্নবীকে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া গেছে।এ বিষয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেছারাবাদ উপজেলা শাখার সভাপতি ও মাদ্রাসার সুপার মো. হাফেজ হোসাইন আহমদ বলেন, অপ্রত্যাশিতভাবে ঘটনাটি ঘটেছে। আমি ঘটনার সময় মাদ্রাসায় উপস্থিত ছিলাম না। ওই ছেলেটার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিচ্ছি। তবে তাকে এভাবে মারা ঠিক হয়নি।নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বনি আমিন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓