1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল পটুয়াখালী ৩ নির্বাচনী আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪ আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক – ইলিয়াস হোসেন মাঝি। শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক

আওয়ামীলীগ ও আরও একটি দল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে … কাজী রওনাকুল ইসলাম টিপু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন আমাদের নেতা তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। বিগত সরকার আমাদের দলকে ভাঙ্গার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। দির্ঘ ১৭ বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি আওয়ামীলীগকে বিদায় করেছি। আমাদের পাশাপাশি আরও একটি দল আছে যারা আন্দোলন করেছে তারাও এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামীলীগের ষড়যন্ত্রকারী এখনো দেশে আছে তাদের কাছে অনেক অর্থ আছে তারা অর্থের প্রলবন দেখিয়ে তারা আমাদের কার্যক্রমকে বাঁধাগ্রস্ত করতে চায়। আরো একটি দল আছে তারা কখনোই চায় না জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক প্রক্রিয়া কার্যক্রম করুক। তারা আমাদের পিছনে লেগে আছে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া দল গঠন করি এটা তারা কোনভাবেই চায় না। কারো পাতা ফাঁদে আমাদের দলের কোন নেতাকর্মী পা দিবেন না।আমরা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ করে ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করবো। ওয়ার্ড কমিটির ভোটে ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি করা হবে। ইউনিয়ন কমিটির ভোটে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হবে। পর্যায়ক্রমে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি করা হবে। তারেক রহমানের নির্দেশে পুরো সিস্টেমই থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এ দল পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বিএনপি’র কমিটি গঠনের লক্ষ্যে আবেদনকৃত ফর্ম যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।ফর্ম যাচাই-বাছাই অনুষ্ঠানে মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: শামীম মিয়া মৃধা এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাদল এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মো: হুমায়ুন কবির।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓