
কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
ফুলপুর পৌর শ্রমিকদলের আহবায়ক আব্দুল হান্নানের নেতৃত্বে শুক্রবার ফুলপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলটি নেতৃত্ব দেন পৌর শ্রমিকদলের আহবায়ক মোঃ আব্দুল হান্নান, সদস্য সচিব মোঃ আশরাফুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জয়নাল আবেদীন নেতৃত্ব দেন।এসময় মিছিলটি ফুলপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমুয়াকান্দা মোড়ে সমাপ্তি ঘোষণা করেন।এসময় উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য দেন পৌর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল হান্নান ও আশরাফুল আলম। তারা ধানের শীষের ভোট চেয়ে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ( ফুলপুর তারাকান্দা) ১৪৬ ময়মনসিংহ ফুলপুর -২ ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আব্দুল হান্নান আরও বলেন ধানের শীষের মনোনীত প্রার্থী বেগম জিয়ার প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রার্থী।এবারের নির্বাচন হবে গণতন্ত্র উদ্ধার এবং আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন, এই নির্বাচন দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলকে আশ্বস্ত করেন।আসুন দেশ গড়ি মিলেমিশে ভোট দেই ধানের শীষে। বক্তব্যে আরও বলেন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি আবু সাঈদ ও সংগ্রামী সাধারণ সম্পাদক মহন তালুকদার ফুলপুর পৌর বাসীর কাছে ধানের শীষের ভোট চেয়েছেন।