1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – ইলিয়াস হোসেন মাঝি ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু রাজাপুরে জালাল উদ্দীন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত বেগম খালেদা জিয়া আর নেই পটুয়াখালী -৩ আসনে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে থানায় এজাহার দায়ের করেন মোঃ আকমল হোসেন ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় পিষ্ট হলো দুই তরুণ নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন

রাজাপুরে জালাল উদ্দীন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন। একই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরির শর্ত পূরণ করে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় শিক্ষা সপ্তাহ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় এই গৌরব অর্জন করেন তিনি। এর আগে তিনি দুই বার রাজাপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।মোহাম্মদ জালাল উদ্দিন ২০২৩ সালে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি ধীরে ধীরে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ লাভ করে। বর্তমানে বিদ্যালয়টিতে রয়েছে আধুনিক অডিটোরিয়াম, সাইকেল গ্যারেজ, সুসজ্জিত পতাকা স্ট্যান্ড,স্মার্ট লাইব্রেরি, স্মার্ট বিজ্ঞানাগার, আইসিটি ডিজিটাল ল্যাব, সাংস্কৃতিক বিভাগ, শিক্ষার্থীদের জন্য পৃথক ওয়াশ রুম, শিক্ষক ও শিক্ষিকাদের জন্য আলাদা ওয়াশরুম, ছাত্র-ছাত্রী কমন রুম, ই-সার্ভিস কর্নার, ফুটবল মাঠ।পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। প্রতি বছর এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সফলতা অর্জন করে মেডিকেল,ইঞ্জিনায়িং কলেজ সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। পাশাপাশি উপজেলা,জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলা, সাংস্কৃতিক, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিদ্যালয়টি বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, “বিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষক শিক্ষিকার দক্ষতা, সততা ও নিরলস পরিশ্রমের ফলে আজ প্রতিষ্ঠানটি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ সফলতার জন্য এলাকার সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓