আওয়ামী লীগের আমলে দেশে সুষ্ঠু ভোট হয়।সিটি নির্বাচন এর প্রমান।সিটি করপোরেশন নির্বাচনে জনগণ আপনাদের স্বতস্ফূর্ত ভোট দিয়ে নির্বাচিত করতে পেরেছে। নবনির্বাচিত পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।মেয়র-কাউন্সিলদের উন্নয়নের কেন্দ্রবিন্দু আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, উন্নয়ন আপনাদের ওপর নির্ভর করে। আমাকে তিনশ সিট দেখতে হয়। আপনারা নিজ নিজ এলাকা দেখবেন। আপনি আপনার এলাকা নিয়ে পরিকল্পনা করবেন। মানুষের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে। প্রত্যেক মেয়র-কাউন্সিলরকে নিজ নিজ এলাকার ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশনব্যবস্থা উন্নত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
সোমবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বরিশাল,গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। আর কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।এসময়ে প্রধানমন্ত্রী আরো বলেন, এক সময় ভোট মানেই ছিল জুলুম-যন্ত্রণা। এখন গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে।এই ধারা অব্যাহত রাখতে হবে।সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন,আমাদের উন্নয়ন শুধু নগর ভিত্তিক না। আমরা তৃণমূল পর্যায়ে উন্নয়ন পৌঁছে দিতে চাই।এরপর দুপুরে প্রধানমন্ত্রী রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত মেয়রদের শপথ পাঠ করান।আর কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।