অনলাইন ডেস্ক :
কুয়েতের প্রয়াত আমিরের স্মৃতির প্রতি সন্মান জানাতে সোমবারের (১৮ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি একদিন পিছিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নিয়েছে বিএনপি।দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার দুপুরে এক জুরুরি ব্রিফিংয়ে এ কথা জানান।তিনি বলেন, বিএনপি ও সমমনা জোট ও দলের পক্ষ থেকে আগামীকাল সোমবার যে হরতাল কর্মসূচি ছিল সেটি কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ ইন্তেকাল করায়,তার সন্মানার্থে যেহেতু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, এই কারণে কালকের (সোমবার) সকাল-সন্ধ্যা হরতাল মঙ্গলবার হবে।