1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও -১ আসনে লড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নির্বাচনে যে তিন আসনে লড়বেন খালেদা জিয়া ইন্দুরকানীতে সরকারি ভীম বিক্রির অভিযোগে আটক- ২ মুন্সিগঞ্জ চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করলো বিক্রমপুর ফাউন্ডেশন গজারিয়ায় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়কের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোহেল মনজুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউখালীতে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গজারিয়া সড়ক দূর্ঘটনায় সাংবাদিক আহত ‎বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন ‎

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের প্রতিপক্ষের হামলায় সৈয়দ রাসেল (২৪) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছেন।মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে তিনি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহত রাসেল পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী গ্রামের ইদ্রীস আলীর ছেলে ও পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সম্মান দ্বিতীয় বর্ষেও ছাত্র।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কলেজ ছাত্রের সাথে জেলার সদর উপজেলার কদমতলা গ্রামের রিয়াজুল ইসলামের সাথে সম্প্রতি সংঘটিত মারামারির একটি ঘটনা নিয়ে বিরোধ চলছিলো।ওই রিয়াজুলের উপর হামলায় নিহত রাসেল ও তার বন্ধুরা সম্পৃক্ত ছিলো।এনিয়ে বিরোধের জেরে গত মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে রাসেল কদমতলা থেকে পিরোজপুরে যাওয়ার কালে রিয়াজুল তার লোকজন নিয়ে রাসেলের উপর হামলা করেন।এতে রাসেল গুরুতর আহত হন।তাকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি হাসপাতালে প্রেরন করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহতের স্বজনদের দাবী, নিহত রাসেল ওই দিন দুপুরে উপজেলা পলিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এসএম বায়েজিদ হোসেনের সাথে দেখা করতে ওই এলাকায় যান।সেখান থেকে পিরোজপুর ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।তিনি কখনো কোন অন্যায় কাজে জড়িত ছিলেন না।তাকে পরিকল্পিতভাবে ও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে।পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓