গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় জমিজমা নিয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় দুই গ্রুপের সংঘর্ষে ২মহিলাসহ ৮জন আহত হয়েছে। আহত ৪জনকে গলাচিপা হাসপাতালে ও অপর ১জনকে বরিশাল শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করা হয়েছে। আহতরা হলেন হাসান দুয়ারী , ্ইউনুস দুয়ারী , ইব্রাহীম দুয়ারী, হেলেনা বেগম ও শাকিল দুয়ারী অপর পক্ষের কবির দুয়ারী , মহসিন দুয়ারী ও হাসিনারা বেগম। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। জানা গেছে. গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পারডাকুয়া গ্রামে হাতেম দুয়ারীর পুত্রদের সাথে আটখালী গ্রামের মতি দুয়ারী পুত্রদের ৬৬শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার ওই বিরোধী জমিতে হাতেম দুয়ারী পুত্র ইব্রাহিম দুয়ারী পানের বরজ করার জন্য সকাল ৯ঘটিকার সময় কাজ শুরু করে। অপর পক্ষের মতি দুয়ারী পুত্র মহসিন দুয়ারীর বাধা দিলে উভয় পক্ষ সংঘর্ষ বাধে। এতে উভয় দলই বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র ব্যবহার করে।এ ব্যাপারে ডাকুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন জানান, হাতেম দুয়ারী ক্রয় সূত্রে মালিক আর মতি দুয়ারী হলো রেকর্ডিও মালিক বলে দাবী করে। তবে তাদের আত্মীয় স্বজনরা জমি বিক্রি করে দিয়েছে। একাধিক বার সালিশ বৈঠক হয়েছে।এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো: আশাদুর রহমান জানান, জমিজমা নিয়ে দু গ্রুপে মারামারি করে বেশ কয়েক হাসপাতালে ভর্তি আছে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।