1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :

কাউখালীতে নিষিদ্ধ পলিথিন বন্ধে অভিযান ও জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি, মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা ও ২৮২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ব্যবহার অনুপযোগী করা হয়।শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন বিক্রি, মজুদ ও সরবরাহ বন্ধের জন্য শুক্রবার সকালে সাপ্তাহিক হাটের দিন উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এসময় নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দক্ষিণ বাজারের ব্যবসায়ী শাহ আলমকে ১৫ হাজার, শাহাদাত হোসেনকে ৩ হাজার ও ওয়ালিদ সিকদারকে ১ হাজার টাকা করে জরিমানা করেন। এসময় তাদের কাছ থেকে ২৮২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, নিষিদ্ধ পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে শুক্রবার দক্ষিণ বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিন ব্যাবসায়ির কাছ থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে এবং তাদেরকে পরিবেশ সংরক্ষণ আইনে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, পরিবেশের জন্যে অত্যন্ত ক্ষতিকর এই পলিথিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓