
নিজস্ব প্রতিবাদক :
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা তিতাস গ্যাসের বিশেষ অভিযানে গুড়িয়ে দিল অবৈধ ঢালাই কারখানা।গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন এর বড়ইকান্দী ভাটেরচরস্থ একটি অবৈধ ঢালাই কারখানায় অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ,এ সময় দিনের বেলা’ই ঢালাই কারখানায় চুলা জ্বলছিল,কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা দৌড়ে পালিয়ে গেলেও ঢালাই কারখানার চুলা,তৈরি মালামাল ভেঙ্গে গুয়িয়ে দেওয়া হয় ও অবৈধ গ্যাস সং যোগ বিচ্ছিন্ন করা হয়।অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মনিজা খাতুন।অভিযান শেষে তিনি সাংবাদিকদের জানান,এটা আমাদের ধারাবাহিক কার্যক্রম,অভিযান চলমান থাকবে।এবিষয়ে তিতাস গ্যাস সোনারগাঁ অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন,আমরা জানুয়ারি মাস থেকেই চূণা ও ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করনে কাজ করে যাচ্ছি,আজ আমরা দুটো রেস্টুরেন্টের সংযোগ বিচ্ছিন্নসহ ঢালাই কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।অভিযানে সহায়তা করেন গজারিয়া থানা পুলিশের একটা টিম।