1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঝুলছে বঙ্গবন্ধুর ছবি, বিএনপি নেতাদের ক্ষোভ কাউখালীর দাশেরকাঠী মোকারমিয়া হেফজ মাদরাসার হাফেজ ছাত্রদের বিদায় ও ছবক বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী-৩ আসনের ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত গলাচিপায় দেশীয় মাছ রক্ষার্থে বিশেষ অভিযান গজারিয়া মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ ‎পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভক্তি বিভাজন জনগন প্রত্যাশা করে না : কোতোয়ালিতে ডা: ইরান

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

জনগন দোষারোপের রাজনীতির অবসান চায় মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জুলাই অভ্যুত্থান ইতিহাসের টার্নিং পয়েন্ট। এই গণআন্দোলনে আওয়ামী লীগ ও তাদের দোসররা ছাড়া সকল দেশপ্রেমিক গনতান্ত্রিক ও মানবতাবাদী শক্তি সমর্থন ও রাজপথে অংশ নিয়েছে। সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের শক্তির মধ্যে বিভক্তি বিভাজন ও দোষারোপের প্রতিযোগিতা লক্ষ্য করছি। এদেশের সাধারণ মানুষ বিভাজন বিভক্তি নয়, ইস্পাত কঠিন ঐক্য অটুট দেখতে চায়। জনগণের আবেগ আকাংখা বুজতে না পারলে পরাজিত অপশক্তি সুযোগ পাবে। তিনি শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৫টায় বাতামতলী ফলপট্টি ঘাটে কোতোয়ালি থানা লেবার পার্টির উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, পবিত্র মাহে রমজানে রাজনৈতিক নেতাদের বক্তব্য বিবৃতিতে আরো সংযম ও সতর্কতা অবলম্বন করা উচিৎ। কারন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যার্থ হলে জাতি ব্যার্থ হবে।আমরা সাম্য সুবিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ চাই। মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই অভ্যুত্থানের চেতনায় কোন দুরত্ব নেই। আমরা শোষণমুক্ত মানবিক বাংলাদেশের জন্যই ১৯৭১ ও ২০২৪ সালে লড়াই সংগ্রাম করেছি। তিনি ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় লেবার পার্টি ও ছাত্রমিশনকে শক্তিশালী করার আহবান জানান।কোতোয়ালি থানা লেবার পার্টির আহবায়ক মোঃ আনিস মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি মোঃ সুমন ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ফোরামে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল হাসনাত ও মহানগর ছাত্র মিশনের সভাপতি রায়হান উদ্দিন সনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓