1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতা বিরোধী জামায়াতকে ভোট না দেয়ার আহ্বান জানান সোহেল মঞ্জুর আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী – আহম্মদ সোহেল মঞ্জুর সুমন মুন্সিগঞ্জ সিরাজদীখানে পুলিশের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মিছিল গজারিয়া বিএনপির পক্ষ থেকে অসহায় ও দুস্হদের মাঝে ত্রান বিতরণ রাজাপুরে বিএনপির ২০ নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে পিরোজপুরে গোপন অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১ তারেক রহমানের নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে : আহমেদ সোহেল মঞ্জুর সুমন আওয়ামী লীগ ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাস থেকে এখনো বের হতে পারেনি: মীর সরফত আলী সপু গজারিয়া ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন গাজীপুরে সাংবাদিকের বাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জে ৪টি আসনের দাবিতে প্রধান নির্বাচনের কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন জাতীয় নির্বাচনে ২০০১ সালের সীমানা অনুযায়ী মুন্সীগঞ্জ জেলায় ৪টি সংসদীয় আসনের দাবিতে মুন্সীগঞ্জ জেলা ৪টি আসন বাস্তবায়ন কমিটি ও মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতিসহ মুন্সীগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। এসময় আলোচনা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ জুন) আগারগাঁয়ে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে প্রধান নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেছেন মুন্সীগঞ্জ জেলা ৪টি সংসদীয় আসন বাস্তবায়ন কমিটি ও মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতিসহ মুন্সীগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ মুন্সীগঞ্জে ১৯৭৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সীমানা অনুযায়ী মুন্সীগঞ্জ জেলায় ৪টি সংসদীয় আসন বিদ্যমান ছিল। এর মধ্যে জাতীয় সংসদের মুন্সীগঞ্জ ১ আসন হচ্ছে শ্রীনগর উপজেলা ও সিরাজদিখান উপজেলার আংশিক ইউনিয়ন নিয়ে গঠিত। মুন্সীগঞ্জ ২ আসন হচ্ছে লৌহজং উপজেলা ও সিরাজখিান উপজেলার আংশিক ইউনিয়ন নিয়ে গঠিত। মুন্সীগঞ্জ ৩ আসন হচ্ছে টঙ্গীবাড়ি উপজেলা ও মুন্সীগঞ্জ সদরের একটি পৌরসভাসহ আংশিক ইউনিয়ন নিয়ে গঠিত। মুন্সীগঞ্জ ৩ আসন হচ্ছে গজারিয়া উপজেলা ও মুন্সীগঞ্জ সদরের একটি পৌরসভাসহ আংশিক ইউনিয়ন নিয়ে গঠিত।২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এর চারটি আসনকে কেটে তিনটি সংসদীয় আসন করেন। মুন্সীগঞ্জ জেলাবাসীর প্রাণের দাবি আগামী জাতীয় নির্বাচনে ২০২৬ এর পূর্বেই মুন্সীগঞ্জ জেলার ৪টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয় এ সময় উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এমন নাসির উদ্দিন ও নির্বাচন কমিশন আক্তার আহমেদ। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব এড. আব্দুস সালাম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সপু, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠন মোশাররফ হোসেন পুস্তি, মীরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু, টঙ্গীবাড়ি উপজেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন আসিক, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নির্বাহী সদস্য এডভোকেট আক্তার হোসেন সোহেল ও প্রজন্ম বিক্রমপুর এর কেন্দ্রীয় কমিটির কো-অডিনেটর বলরাম বাহাদুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓