
আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -৩ (গলাচিপা- দশমিনা)১১৩ আসনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন,গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি বিএনপির মনোনীত প্রার্থী নুরুল হক নুর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম ও গলাচিপা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক সহ চারজন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম বিকেল ৪টায় গলাচিপা মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক শহিদুল আলম আল কায়সারী, জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলার আমির মো. জাকির হোসেন, গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মু. শাহ আলম ও দশমিনা উপজেলার নেতৃবৃন্দ। গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুর বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসানের কাছে। এসময় নুরুল হক নুরের সাথে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহবায়ক হাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য মরহুম শাহজাহান খানের ছেলে জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার কবির এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খাইরুল আমিন।বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক দুপুরে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলামের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।