1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ফুলপুরে প্রতিবন্ধীদের মাঝে ভাতা কার্ড বিতরণ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ীতে ভূল চিকিৎসায় মাকে হারিয়ে শোকে কাতর দুই শিশু মঠবাড়িয়া দুটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি নাশকতা মামলায় ফের গ্রেপ্তার ফুলপুরে ৪৬ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে  মুন্সিগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ আটক ৩ যুবক নেছারাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা কাউখালীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত পিরোজপুরে পুত্রবধু কতৃক শাশুড়ী হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন মুন্সিগঞ্জে যুবদল নেতা রানার সহযোগীতায় চাকরি পেলো শারীরিক প্রতিবন্ধী জুলিয়া

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বাড়িতে ঢুকে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলায় বাড়িতে ঢুকে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে উপজেলার সোনারং গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাছেদ শেখ (৭০) ও তার স্ত্রী সেলিনা বেগমকে (৬৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে অপর আহত ছেলে আরাফাত শেখ (৩৫) মেয়ে মাকসুদা (২৮) ও শিল্পি বেগমকে (৫০) টংঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আরাফাত শেখ টংঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন। সূত্রে জানা গেছে,সোনারং গ্রামের বাছেদ শেখ তার জমিতে সকালে টিন ও কাঠ দিয়ে ঘর নির্মাণ করছিলেন। ওই ঘর উত্তোলন করতে সকাল ৮টার দিকে বাধা দেয় একই গ্রামের আবু কালাম শেখ,মান্নান শেখ, গিয়াসউদ্দিন শেখ, সুমী আক্তার, আল-আমিন হাওলাদার, সোহেল হাওলাদার, মো: সেন্টু হাওলাদার, বাদশা সেখ, সাইদ সেখসহ আরো চার থেকে পাঁচজন। তারা রামদা, চাপাতি, ছোড়া, লোহার রড দিয়ে হামলা চালিয়ে ওই পরিবারের পাঁচজনকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় বাছেদ সেখের টিন ও কাঠ দিয়ে নির্মিত ঘরের বেড়া টেনে খুলে ফেলে দেয় তারা। বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটও চালায়। প্রত্যক্ষদর্শী বর্ণা আক্তার সাদিয়া বলেন,আমি আমার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সকালে আমার খালু তার জমিতে নতুন একটি ঘর নির্মাণ করিতেছিলেন। এ সময় সোনারং গ্রামের ১৫ থেকে ২০ জন চাপাতি, ছোড়া, লাঠি নিয়ে আমার খালুর বাড়িতে হামলা চালায়। আমার খালু ও খালা খালাত ভাই বোনদের এমনকি আমার মাকেও কুপিয়ে-পিটিয়ে জখম করে। আমার খালা-খালুর অবস্থা গুরুতর। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর প্রত্যক্ষদর্শী মো: আবু কালাম বলেন,আমার জীবনে এমন হামলা দেখিনি। বারবার চেষ্টা করেও হামলাকারীদের হাত থেকে ভূক্তভোগী পরিবারটিরকে রক্ষা করতে পারিনি। আমি একাধিক আঘাতের শিকার হয়েও চেষ্টা চালিয়ে যাই, তারপরেও তারা বৃদ্ধ স্বামী-স্ত্রীসহ একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে। পরে তারা ঘণ্টাব্যাপী ওই বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। টংঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজিব খান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓