মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন করা হয়েছে।এ উপলক্ষে কেক কাটা,আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সিরাজদিখান বাজার সংলগ্ন শিকদার জেড এইচ শপিং কমপ্লেক্সের সামনে থেকে র্যালী বের হয়ে উপজেলা বাস স্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।পরে উপজেলা মোড়ে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান।অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম মিয়া,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম সোহরাব হোসেন,বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন হাওলাদার,ইকবাল হোসেন সুরুজ,যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মাঈনুল হাসান নাহিদ,যুগ্ন আহবায়ক মাসুদ লস্কর,লতুব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ মোঃ ফজলুল হক,মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিয়ান আব্দুল্লাহ অনিক, সাধারণ সম্পাদক মোঃ কাউসার খান,সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু,উপজেলা তাঁতি লীগের সভাপতি সভাপতি মোঃ রাসেল শেখ,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু,প্রচার ও প্রকাশনা সম্পাদক মৃধা মোহাম্মদ নাসির উদ্দীনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।