মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়নে উপকার বোগিদের মাঝে ১৫ টাকা মূল্য দাম নির্ধারণ করে প্রতিমাসে ২৮৪ জনের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা অসহায় দিন মজুর খেটে খাওয়া মানুষের জন্য প্রতি মাসে ৩০ কেজি করে উপকারীদের বোগিদের মাঝে ন্যায্য মূল্যের চাল প্রতি মাসের ৫ তারিখের মধ্যে ডিলারদের মাধ্যমে হাতে পৌঁছে দেন।মোহাম্মদ সালাউদ্দিন বলেন আমি প্রতিমাসে ১৫ টাকা করে দিয়ে ৩০ কেজি চাল নিয়ে যাই প্রতি মাসে আমার পরিবার সুন্দরভাবে হয়ে যায়।মেম্বার সাখাওয়াত বলেন, নামের তালিকা করার সময় যারা আসল ভুক্তভোগী তাদেরকে চালের কাট করে দেওয়ার নির্দেশ আছে এবং আমরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিয়ে যারা প্রকৃত দিনমজুর, গরিব, খেটে খাওয়া মানুষে কে সরকার নির্দেশ অনুযায়ী বিনামূল্যে চালের কার্ড করে দেই।মোঃ শহীদুল্লাহ ডিলার বলেন প্রতি মাসে আমরা নিজের দায়িত্বে ২৮৪ জনের হাতে ১৫ টাকা মূল্য দাম ধরে ৩০ কেজি করে চাল ভবেরচর ইউনিয়ন পরিষদের মাধ্যমে কাট দারি ভুক্তভোগীদের মাঝে পৌঁছে দেই।