মহামারী আকারে ধারণকৃত ডেঙ্গুর প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ঝালকাঠির আনসার ভিডিপি কর্তৃপক্ষ। শনিবার(৫ আগষ্ট) সকাল ১০ টায় ঝালকাঠি ব্র্যাকমোড়স্থ কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম। জেলা কমান্ডার মোঃ আলমগীর হোসেন সরদার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীর, সার্কেল এডজুটেন্ট সুশান্ত কুমার শিকদার, ঝালকাঠি সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: আল-আমিন মিয়া, প্রশিক্ষণ অফিসার মো : শফিকুল ইসলাম।