1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে গ্রেপ্তার সাবেক মেয়র আইভী কাউখালীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিপুল পরিমান জাল টাকা ও ছাপানোর সরঞ্জাম সহ দুই জন আটক সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল ইন্দুরকানিতে অনশনের দুইদিন পর এক সন্তানের জননীর সঙ্গে প্রেমিকের বিয়ে চাকরি ফিরে পাচ্ছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান মুন্সিগঞ্জ এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টার ভিডিও ভাইরালের ঘটনার ৫ ডাকাত গ্রেপ্তার পিরোজপুরে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈচিত্র্যময় অনুষ্ঠান অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা কাউখালীতে নকলের দায়ে এসএসসির দুই পরীক্ষার্থী বহিষ্কার

ফুলপুরকে ফুলের মত সাজাতে চান নতুন ওসি আবুল খায়ের

  • প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল বলেন, আমি ফুলপুরকে ফুলের মত সাজাতে চাই। মদ জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন ও বাল্যবিয়েসহ সব ধরনের অপরাধ নির্মূল করে একটি সুন্দর সমৃদ্ধ ও আদর্শ ফুলপুর গড়তে চাই।এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা চাই। সোমবার (১৩ নভেম্বর) রাত পৌনে ৮টায় থানা ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে আয়োজিত নবাগত ওসির সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।ওসি বলেন, আমি আপনাদের ভালবাসা চাই। সামনে জাতীয় নির্বাচন।আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সার্বিক নিরাপত্তা যাতে বজায় রাখতে পারি এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন।আমি আপনাদের সম্মান যেভাবে বৃদ্ধি পায় সেভাবেই কাজ করবো, ইনশাআল্লাহ। ঐতিহ্যবাহী ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দি নিউ নেশন পত্রিকার ফুলপুর প্রতিনিধি ও সাপ্তাহিক ফুলপুর পত্রিকার সম্পাদক মো. হুমায়ুন কবীর মুকুলের সঞ্চালনায় এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, দৈনিক সংবাদ পত্রিকার ফুলপুর প্রতিনিধি ফুলপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন, দৈনিক আমাদের সময় পত্রিকার ফুলপুর প্রতিনিধি সহ-সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক সবুজ পত্রিকার ফুলপুর প্রতিনিধি এটিএম রবিউল করিম রবি, সহ-সাংগঠনিক সম্পাদক আমার দেশ পত্রিকার ফুলপুর প্রতিনিধি সিদ্দিকুল হাসান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ফুলপুর প্রতিনিধি কোষাধ্যক্ষ মো. আব্দুল মান্নান, প্রচার সম্পাদক দৈনিক দিনকাল পত্রিকার ফুলপুর প্রতিনিধি আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক দৈনিক কালের কণ্ঠের ফুলপুর প্রতিনিধি মোস্তফা খান, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফুলপুর প্রতিনিধি মফিজুল ইসলাম অলী, দি সাউথ এশিয়ান টাইমস পত্রিকার ফুলপুর প্রতিনিধি ফুলপুর প্রেসক্লাবের সদস্য সেকান্দর আলী, সাপ্তাহিক ফুলপুর পত্রিকার স্টাফ রিপোর্টার কার্যকরী সদস্য ফায়াজুস সালেহীন অপূর্ব, আজকের খবর পত্রিকার ফুলপুর প্রতিনিধি সদস্য নাজমুল হক আকন্দ (পারভেজ), দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার ফুলপুর প্রতিনিধি প্রেসক্লাব সদস্য বাকির হোসেন, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি প্রেসক্লাব সদস্য রাকিবুল ইসলাম মাহফুজ, বাংলাদেশের খবর পত্রিকার ফুলপুর প্রতিনিধি সদস্য সাখাওয়াত হোসেন, দৈনিক মুক্তখবর পত্রিকার ফুলপুর প্রতিনিধি সদস্য উমর ফারুক, দৈনিক আজকালের সংবাদ পত্রিকার ফুলপুর প্রতিনিধি সদস্য কামরুল ইসলাম খান, দৈনিক জনবানী পত্রিকার ফুলপুর প্রতিনিধি তাসনোভা নাসরিন নিশু প্রমুখ।বক্তারা নবাগত ওসিকে স্বাগতঃ জানিয়ে সময়মত তথ্য দিয়ে নিউজে সহযোগিতা করার পাশাপাশি মাদক, ইভটিজিং ও ক্ষতিকারক এন্ড্রয়েড ফোন ব্যবহারে শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্কদেরকে বিরত রাখতে অভিভাবকসহ মা সমাবেশ করতে আহ্বান জানান।এসময় ওসি সাংবাদিকদের প্রতিটি প্রস্তাব গুরুত্বের সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।এসময় ওসি (তদন্ত) বন্দে আলী ও থানার সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়া উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓