1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে টিএফজিবিভি প্রতিরোধে গণমাধ্যম কর্মশালা অনুষ্ঠিত নেছারাবাদে নুরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান গজারিয়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে দুই বেকারীর মালিককে ২৮ হাজার টাকা জরিমানা গজারিয়া ‎বাউশিয়ায় শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন গজারিয়া জেলেদের মাঝে বিএনপি নেতা কামরুজ্জামান রতনের জাল বিতরণ স্বাধীনতা বিরোধী জামায়াতকে ভোট না দেয়ার আহ্বান জানান সোহেল মঞ্জুর আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী – আহম্মদ সোহেল মঞ্জুর সুমন মুন্সিগঞ্জ সিরাজদীখানে পুলিশের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মিছিল গজারিয়া বিএনপির পক্ষ থেকে অসহায় ও দুস্হদের মাঝে ত্রান বিতরণ

নৌকায় ভোট দিলে দেশের শান্তি ও উন্নয়ন অব্যহত থাকবে….জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে

হযরত আলী হিরু, নিজস্ব প্রতিবেদক :

জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান, সাবক মন্ত্রী ও পিরাজপুর -২ আসনের ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু বলেছন আসন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষের শান্তি ও উন্নয়নের ধারা অব্যহত থাকবে। হক- ভাসানী ও সোহরাওয়ার্দীর এই নৌকা।বঙ্গবন্ধুর এ নৌকা এদেশের স্বাধীনতার প্রতীক।সেই নৌকার বর্তমান কান্ডারী শেখ হাসিনা। আমি নিজের জন্য না শেখ হাসিনার জন্য নৌকায় ভোট চাই।কারন নৌকায় ভোট দিলে শেখ হাসিনা পূনরায় প্রধান মন্ত্রী হবেন।আর তিনি প্রধান মন্ত্রী হলে এদেশের মানুষ শান্তিতে থাকবে।দেশের উন্নয়ন অব্যহত থাকবে। স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের স্বার্ভভৌম হুমকির মুখে পড়বে।সুতরাং সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পূনরায় রাষ্ট্রক্ষমতায় আনত হবে।তিনি মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে পিরাজপুরের স্বরুপকাঠি উপজেলা মুক্তিযাদ্ধা সংসদ মাঠে উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় এসব কথা বলেন।বর্ধিত সভায় হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহনে একসময় সেটি জনসভায় রুপ নেয়।এসময় তিনি আরও বলেন, আমি সেই পাকিস্তান আমলে ছাত্রবস্তায় রাজনীতি শুরু করি।তখন ছাত্রলীগের প্রতিনিধি হিসেবে তোফায়েল আহমেদ ডাকসুর ভিপি ছিলেন।আমি ফজলুল হক হলের জিএস ছিলাম।সাংবাদিক হিসেবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলাম।মন্ত্রী হিসেবে দীর্ঘ সময় বিভিন্ন মন্ত্রনালয়ের দায়ীত্ব পালন করেছি।সংসদ সদস্য হিসেবে ভান্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানিসহ দেশের বিভিন্ন এলাকায় উন্নয়ন করেছি। আমি এভাবেই মানুষের পাশে থাকবা।উপজেলা আওয়ামীলীগর সভাপতি সৈয়দ সহিদুল আহসানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুস সালাম সিকদারের সঞ্চালনায় সভায় আরোও বক্তব্য রাখেন পিরাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কামাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সম্পাদক এস এম ফুয়াদ, বর্তমান সহ সভাপতি অধ্যক্ষ বেলায়েত হোসেন, শওকত আকবর,কাজী সাইফুদ্দিন তৌমুর, আলফাজউদ্দিন, মীরা রানী চৌধূরী, সাবেক মুক্তিযাদ্ধা কমান্ডার বীর মুক্তিযাদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান রনি দত্ত, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, যুবলীগ নেতা তাওহীদুল ইসলাম ও শহিদুল ইসলাম রিপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓