1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদের নৌকার হাট পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফুলপুর থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক  পিরোজপুরে ৫ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দুই জেলের কারাদণ্ড সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নে যুবদলের উদ্যোগে যুব সমাবেশে অনুষ্ঠিত রাঙ্গাবালীতে ইসলামি আন্দোলনের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় জেলের কারাদণ্ড কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন পিরোজপুরে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

গলাচিপায় অনুপম ও অন্তরার বিবাহের সামাজিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

গলাচিপায় বুধবার ১১টায় অনুপম ভুইয়া ও অন্তরা রাণী শীলের বিবাহের পারিবারিক ও সামাজিক স্বীকৃতির দাবীতে তিন সংগঠনের নেতৃত্বে গলাচিপা পৌরসভার কেন্দ্রীয় কালি বাড়ীর সামনে ঘণ্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।এই মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়া সংগঠন গুলো হলো, গলাচিপা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও কেন্দ্রীয় কালিবাড়ি পরিচালনা কমিটি।এতে শত শত নারী পুরুষ এ মানব বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচির ব্যানারে লেখা রয়েছে অনুপম ভুইয়া ও অন্তরা রাণী শীলের বিবাহের পারিবারিক ও সামাজিক স্বীকৃতির দাবীতে এ মানব বন্ধন।এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছেও স্মারক লিপি দেওয়া হবে।এতেও কাজ না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তিন সংগঠনের নেতৃবৃন্দ।এতে বক্তব্য রাখেন কালীবাড়ী কমিটি সভাপতি দিলীপ বনিক, পৌরসভার বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত প্রমুখ।বক্তারা বলেন, পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি পেতে অন্তরা রানী শীল (২২) অনশন করছেন অনুপম ভূইয়া (৩০) নামের এক যুবকের বাড়িতে।অনুপম ভূইয়া গলাচিপা পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের এ্যাডভোকেট অরুন ভূইয়ার বড় ছেলে। আর অন্তরা রানী শীল বরিশাল বিএম কলেজের অনার্সের (ব্যবস্থাপনা) শেষ পর্বের ছাত্রী।গত ১৮এপ্রিল থেকে টানা ৭ দিন অনশন করে আসছে।অন্তরা জানায়, গত আট বছর ধরে প্রথমে পরিচয়, প্রেম ও বিবাহ হয়।প্রশাসনের উদ্যোগে গলাচিপায় ডাক বাংলোতে বসে সমাধানের চেষ্টা চালায়। অনুপম ভূইয়া সমাজের কাছে সময় চেয়ে পরিবার নিয়ে ঘরে তালা দিয়ে পিছন দিয়ে গলাচিপা ছেড়ে চলে গেছে। পরে গলাচিপায় তিনটি সংগঠন তাদের পিতা ও পুত্রের এ অনৈতিক কর্মকান্ডের জন্য এ মানব বন্ধন আয়োজন করে।অন্তরা বর্তমানে অনুপমের বাড়ীতে মানবেতর জীবন যাপন করছে। অনুপম ভূইয়া আগেই গা ঢাকা দিয়েছে। সমাধান না হলে আগামী রবিবার থেকে স্থানীয় জনগন ও আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনগুলোর নেতৃবৃন্দ অনুপম ভূইয়ার বাড়ীতে অবস্থান নেবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓