1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল পটুয়াখালী ৩ নির্বাচনী আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪ আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক – ইলিয়াস হোসেন মাঝি। শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক

কাউখালীতে জেপির সভাপতিসহ দুই শতাধিক নেতাকর্মীর দল থেকে পদত্যাগের ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতিসহ দুই শতাধিক নেতাকর্মী সংবাদ সম্মেলন ডেকে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।শনিবার (২৯ জুন) বিকেলে কাউখালী দক্ষিণ বাজার টলসেটে সংবাদ সম্মেলন করে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন, উপজেলা জাতীয় পার্টির (জেপি) ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল আমিন, সহ-সভাপতি মোঃ বজলুর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হাসান জুয়েল, জাতীয় পার্টি জেপি নেতা মিজানুর রহমান, জাতীয় যুব সংহতির সভাপতি নুরুজ্জামান মনু, সাধারণ সম্পাদক কাইয়ুম শেখ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক জয়দেব সমাদ্দার,স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাইয়িদ হোসেনসহ উপজেলা জেপি ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।সংবাদ সম্মেলনে পদত্যাগ করা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন বলেন, বর্তমানে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর ভবিষ্যৎ রাজনীতির সঠিক কোন দিক নির্দেশনা না থাকায় আমরা জাতীয় পার্টি জেপি ও সহযোগী সংগঠন সমূহের সকল নেতৃবৃন্দের ঐক্যবদ্ধভাবে দল থেকে অব্যাহতি নিয়েছি।সংবাদ সম্মেলনে মোঃ নুরুল আমিনের কাছে অন্য কোনো দলে যোগ দেবেন কি না সাংবাদিকেরা জানতে চান।তখন তিনি সাংবাদিকদের বলেন, আপাতত কোনো দলে যোগ দেব না।উল্লেখ্য, গত জাতীয় সংসদ নির্বাচনে পূর্বে মহাজোটের নৌকার প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি) কাউখালী উপজেলার তৎকালীন সভাপতি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়ার নেতৃত্বে প্রায় তিন সহস্রাধিক নেতাকর্মী পদত্যাগ করে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓