1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়া সোমবার দেশে ফিরছেন, সঙ্গী ৮ জন পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে সন্তানের স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় স্ত্রী-সন্তান ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে  আন্তর্জাতিক মে দিবস পালিত ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জেলে গ্রেফতার কালীগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা কাউখালীতে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা আদায় মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে কবর খুঁড়ে ১৪টি কঙ্কাল চুরি

গজারিয়া দিনের বেলা সাংবাদিকের বাসায় চুরি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা দিনের বেলায় সাংবাদিকের বাসার দরজা ভেঙে চুরির ঘটনা ঘটেছে দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার রিপোর্টার গাজী মাহমুদ পারভেজ এর আম্মার ঘরের দরজার তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। চোররা বাসার ভেতরে ঢুকে তার আম্মার ব্যবহৃত হাতের দুইটা আংটি ও গলার একটি চেইন এবং ঘরেতে থাকা ২৫-২৬ হাজার টাকা ক্যাশ নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের গাজী বাড়িতে এ-ই চুরির ঘটনা ঘটে।গাজী মোহাম্মদ পারভেজ বলেন, আমি ব্যক্তিগত কাজে সোমবার বিকালে ঢাকায় আসি প্রতিবেশী সাবেক ইউপি সদস্য হাজী মোহাম্মদ আক্তার সাহেব এর মাধ্যমে জানতে পারি আম্মার ঘরের পশ্চিম পাশের দরজার তালা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে থাকা আরও দুটি দরজার ভেঙ্গে স্টিলের আলমারি, ওয়াল শোকেসের ব্যবহৃত সামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্র, জায়গা জমির দলিল পত্র, স্বর্ণালংকারসহ কিছু ক্যাশ টাকা নিয়ে যায়।তিনি আরো বলেন, তার আম্মা সকাল সাড়ে নয়টা পর্যন্ত বাড়ির কাজকর্ম শেষ করে হোসেন্দী বাজারে কিছু কেনাকাটা এবং ঔষধ আনার জন্য যায় সেখান থেকে বাড়িতে ফিরে এসে দেখে তার দরজার তালা ভাঙ্গা এবং সামনে দুইটি দরজায় খোলা ঘরের এই অবস্থা দেখে তার আত্মচিৎকারে প্রতিবেশীরা জ্বর হয়।৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বাদশা বলেন, আমি বাড়িতে চিল্লাপালার শব্দ শুনে এসে দেখি সাংবাদিকের আম্মুর ঘরে তালা কেটে দরজা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। এই বিষয়টি নিয়ে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি উপজেলা আইন প্রয়োগকারীদের বিনীতভাবে অনুরোধ জানাই এর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত চোরদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়া হউক।তিনি আরো বলেন আগামী শুক্রবারে জুম্মার নামাজের পর মুরুব্বীদের সাথে নিয়ে গ্রামে এসব চুরি ডাকাতির ঘটনা যেন না হয় সে বিষয়ে একটি সচেতনতামূল আলোচনা করবো।সাবেক ইউপি সদস্য হাজী মোহাম্মদ আক্তার মেম্বার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এই ঘটনায় আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে গজারিয়া থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করবো গজারিয়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ আবু আব্দুল্লাহ জানান, সাংবাদিকের আম্মার বাসায় চুরির ঘটনার খবর শুনেছি। সেখানে পুলিশও পাঠিয়েছি। এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓