ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পুলঘাট বাজার বণিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে ওই বাজারের সকল ব্যবসায়ীদের সম্মতিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।মোঃ কবির চৌকিদার এর সভাপতিত্বে ও মোঃ মিজানুর রহমান (শাহিন) হাওলাদার এর পরিচালনায় উক্ত কমিটি সভা অনুষ্ঠিত হয়।এতে মোঃ জাহাঙ্গীর হোসেন আকন কে সভাপতি ও আনিসুর হাওলাদার কে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে।কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো মিজানুর খা, ক্যাশিয়ার তুহিন হাওলাদার ও জয়েন্ট সেক্রেটারি হাসান খলিফা।বাজারের যে কোন অপ্রিতীকর ঘটনা রোধ, সকল ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার করণ ও সুষ্ঠুভাবে বাজার পরিচালনা করতে কমিটি অনুমোদন করা হয়েছে।পরে নবনির্বাচিত কমিটির নেতারা বাজারের সকল ব্যবসায়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, পুলঘাট বাজারের সব ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে। এটি একটি স্বচ্ছ ও জবাবদিহিমুলক ব্যবসায়ী সংগঠন। আমরা সকল ব্যবসায়ীদের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা ও কাজ করব এবং বাজার উন্নয়নে যে সব ভুমিকা নেয়া দরকার সবার মতামতের ভিত্তিতে আমরা পদক্ষেপ নেবো ইনশাল্লাহ।