রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে মাওলানা আযীযুর রহমান নেছারাবাদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রথম ব্যাচের (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ) চতুর্থ বর্ষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার উত্তরপিংড়ী এলাকায় কলেজের আয়োজনে কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যক্ষ ডাঃ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন খান, রাজাপুর থানা ওসি ইসমাইল হোসেন, সহ অনেকে।