1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন গজারিয়া শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন কসাই আটক পবিপ্রবিতে ৮২ শতাংশ পদ নিয়েও বিএনপিপন্থি শিক্ষকের জামাতিকরণ অভিযোগ রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন নাটোরে গলা কেটে ব্যবসায়ীকে হত্যা সাংস্কৃতি মানুষের সুন্দর অনুভূতির উন্মোচন ঘটায় – ইলিয়াস হোসেন মাঝি কাউখালীতে ভূমি সেবা দুর্নীতিমুক্ত করতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত গলাচিপায় অবৈধ ‘ ট্রলনেট’ জাল দিয়ে মৎস্য  আহরণে ১৫ জেলে আটক জুলাই শহিদদের স্মরণে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

কাউখালীর সন্ধ্যা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, নদীতে পড়ে অল্পের জন্য রক্ষা পেলেন দুই কলেজ শিক্ষক 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে দুই ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারের যাত্রী সরকারি কাউখালী মহাবিদ্যালয়ে সহকারী অধ্যাপক মোঃ সরোয়ার জাহান টিটু ও প্রভাষক শান্তনু চক্রবর্তী নামের দুই শিক্ষক তাদের মোটরসাইকেল নিয়ে নদীতে পড়ে অল্পের জন্যে রক্ষা পেলেন। ঘটনাটি সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে সোনাকুর খেয়াঘাটে ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা  সাড়ে ছয় টার দিকে সোনাকুর খেয়াঘাট থেকে ট্রলারে দুই যাত্রী মোটরসাইকেল নিয়ে কাউখালীতে আসছিলেন। একই সময়ে কাউখালী প্রান্ত থেকে ছেড়ে আসা অপর একটি ট্রলারের সঙ্গে মাঝ নদীতে মুখোমুখি দুই ট্রলারের সংঘর্ষ হয়। এসময় সোনাকুর থেকে ছেড়ে আসা ট্রলারের থাকা দুই যাত্রী তাদের মোটরসাইকেল নিয়ে নদীতে পড়ে যান। এসময় স্হানীয়রা খেয়াঘাটের অন্য ট্রলারে দ্রুত গিয়ে ওই দুই যাত্রীকে উদ্ধার করেন।নদীতে ডুবে যাওয় মোটরসাইকেলটি মঙ্গলবার দুপুরের দিকে ডুবুরিরা উদ্ধার করেন। কিছু দিন আগেও একই খেয়াঘাটে দুই ট্রলারের সংঘর্ষে নদীতে পড়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছিল বলে স্হানীয়রা জানান। দূর্ঘটনার স্বীকার সহকারী অধ্যাপক সরোয়ার জাহান টিটু বলেন, আমরা দুজনে সন্ধ্যারা দিকে মোটরসাইকেল নিয়ে ট্রলারের করে সোনাকুর থেকে কাউখালীতে আসছিলাম। একই সময় কাউখালী থেকে ছেড়ে আসা একটি ট্রলারের সঙ্গে আমাদের ট্রলারের মাঝ নদী বসে সংঘর্ষ হয়। এসময় আমি ও আমার সঙ্গে থাকা প্রভাষক শান্তানু চক্রবর্তী মোটরসাইকেল সহ নদীতে পড়ে যাই। পরে স্হানীয়রা আমাদেরকে উদ্ধার করেন। মঙ্গলবার দুপুরের দিকে ডুবুরিরা মোটরসাইকেলটি উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓