1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন গজারিয়া শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন কসাই আটক পবিপ্রবিতে ৮২ শতাংশ পদ নিয়েও বিএনপিপন্থি শিক্ষকের জামাতিকরণ অভিযোগ রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন নাটোরে গলা কেটে ব্যবসায়ীকে হত্যা সাংস্কৃতি মানুষের সুন্দর অনুভূতির উন্মোচন ঘটায় – ইলিয়াস হোসেন মাঝি কাউখালীতে ভূমি সেবা দুর্নীতিমুক্ত করতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত গলাচিপায় অবৈধ ‘ ট্রলনেট’ জাল দিয়ে মৎস্য  আহরণে ১৫ জেলে আটক জুলাই শহিদদের স্মরণে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ঝালকাঠিতে হত্যাকারীর বিচারের দাবিতে থানা ঘেরাও, সড়ক অবরোধ, মানববন্ধন, মিছিল 

  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম ঝালকাঠি:

ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ সাউথপুর গ্রামে নির্মান শ্রমিক আবুল বাশারকে (৪৫) কুপিয়ে হত্যার প্রধান আসামী নাজমুলের ফাসির দাবিতে সড়কে নেমেছে নিহতের স্বজন ও এলকাবাসী।গত ২ ফেব্রুয়ারী এই খুনের ঘটনার পর ঢাকার গাজিপুর থেকে নাজমুলকে গ্রেফতার করেছে র‍্যাব বুধবার ৫ ফেব্রুয়ারী সকাল ১০ টায় নাজমুলসহ এই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে গ্রেফতার করে সর্বোচ্চ দন্ড ফাঁসির দাবিতে রাজাপুর থানা ঘেরাও, সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।দক্ষিণ সাউথপুর এলাকা থেকে মিছিল বের করে রাজাপুর থানার সামনে ঘণ্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মানববন্ধনে বিভিন্ন শহস্রাধীক মানুষ অংশগ্রহণ করেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভবনের সামনে গিয়ে সেখানেও ঘণ্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে দুজনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামী করে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত নির্মান শ্রমিক আবুল বাসার দক্ষিণ সাউথপুর গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে।র‌্যাব এ ঘটনায় ঢাকার গাজীপুরের শ্রীপুর থেকে মঙ্গলবার বিকেলে প্রধান আসামি নাজমুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাজমুল রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামের নাসির উদ্দিন পান্নু হাওলাদারের ছেলে।মানববন্ধনে বক্তব্য দেন নিহতের মা দেলোয়ার বেগম, নিহতের স্ত্রী মোসাম্মৎ আসমা বেগম, নিহতের বোন কুরছিয়া বেগম, নিহতের ছেলে স্কুলছাত্র আমিনুল ইসলাম, নিহতের মেয়ে মরিয়ম, স্থানীয় কামালসহ আরও অনেকে।মানববন্ধনে আসামি নাজমুলের ফাঁসি দাবি করে বক্তারা বলেন, নাজমুল হাসান বেশ কিছুদিন যাবত আবুল বাসারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। নিহতের বাসার তার বাড়িতে নতুন ঘর নির্মান করেছে এবং তার তিন ভাই প্রবাসী হওয়ার কারনে এই চাদা দাবি করেছে নাজমুল। টাকা না দিলে হত্যার ভয়ও দেখিয়েছে তাকে এমনটাই নিহতের পরিবার গনমাধ্যমকে জানিয়েয়েছে।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, মামলার প্রধান আসামি নাজমুলকে রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓