1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুর এলজিইডিতে দুদকের অভিযান পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন নেছারাবাদে দুই স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন কাউখালীতে কীটনাশকের অপপ্রয়োগ রোধে কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম গোরস্থান জামে মসজিদে জরুরী ভিত্তিতে একজন ইমাম নিয়োগ দেয়া হবে কাউখালীতে কায়েদ ছাহেব হুজুরের ১৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পিরোজপুরে রিক আয়োজিত জেন্ডার ইস্যুতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে এক লাখ চিংড়ির রেণু পোনা জব্দ মুন্সীগঞ্জ উত্তর ইসলামপুর মধ্যেপাড়া ঐক্য সংগঠনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ন আহ্বায়ক নেয়ামত উল্লাহ্

  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের ঝালকাঠি জেলা কমিটির সাবেক সদস্য সচিব ক্বারী মো. নেয়ামত উল্লাহ্ ৫ আগষ্টের পর নিজের খোলস পাল্টে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত ১০১ সদস্যের ঝালকাঠি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন।বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওঃ কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব এ্যাড. কাজী মাওঃ মো. আবুল হোসেন এর সাক্ষরিতে ঝালকাঠি জেলা ওলামা দলের ১০১ সদস্যের কমিটি অনুমোদন করা হয়। জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় আওয়ামী ওলামা লীগের ঝালকাঠি জেলা কমিটির সদস্য সচিব হয় ক্বারী মো. নেয়ামত উল্লাহ্। এরপর তিনি ক্ষমতার অপব্যবহার করে দাপিয়ে বেড়ায় এলাকায়। অভিযোগ রয়েছে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের। ৫ই আগষ্ট ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগের পরাজয়ের পর খোলস পাল্টে আওয়ামী থেকে বিএনপিতে যোগ দেয় নেয়ামত উল্লাহ। এলাকায় গুনজন শোনা যাচ্ছে টাকার বিনিময় ওলামা দলের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। দল পরিবর্তন করে আসার পরেই জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পাওয়ায় স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকে ক্ষোভ প্রকাশ করছে।

এবিষয়টি অস্বীকার করে নবগঠিত কমিটির ঝালকাঠি জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ক্বারী মো. নেয়ামত উল্লাহ্ বলেন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক সোলাইমান নোমানী ঝালকাঠিতে লোক না থাকায় আমাকে মৌখিক ভাবে সদস্য সচিবের দায়িত্ব দিছিলো। তিনি প্রচারের জন্য আমার পোষ্টার, ব্যানার, ফ্যাসটুন ঝালকাঠি জেলার বিভিন্ন গাছে ও দেয়াল টাঙিয়ে দিছিলো।এবিষয়ে ঝালকাঠি জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. ছাইদুর রহমান বলেন, আওয়ামী ওলামা লীগের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি আমাদের জানা ছিলো না। আমাদের কমিটি ঘোষণার পরে আমরা জানতে পারি। তাকে নিয়ে সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓