1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নাজিরপুর এলজিইডিতে দুদকের অভিযান পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন নেছারাবাদে দুই স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন কাউখালীতে কীটনাশকের অপপ্রয়োগ রোধে কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম গোরস্থান জামে মসজিদে জরুরী ভিত্তিতে একজন ইমাম নিয়োগ দেয়া হবে কাউখালীতে কায়েদ ছাহেব হুজুরের ১৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পিরোজপুরে রিক আয়োজিত জেন্ডার ইস্যুতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে এক লাখ চিংড়ির রেণু পোনা জব্দ মুন্সীগঞ্জ উত্তর ইসলামপুর মধ্যেপাড়া ঐক্য সংগঠনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

কাউখালীতে দাখিল পরীক্ষায় নকলের সহায়তার অভিযোগে শিক্ষকের কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে চলমান মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল আকাইদ ও ফিকহ পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে লাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মো: জামাল উদ্দিনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাউখালী কেন্দ্রীয় আলীম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা এ দণ্ডাদেশ প্রদান করেন। জানাগেছে, পরীক্ষা কেন্দ্রে প্রভাষক মো. জামাল উদ্দিন নিজের পকেট থেকে প্রশ্নপত্রের উত্তর পত্র স্থানীয় মাদ্রাসার অফিস সহকারীর পকেটে তুলে দেন। এ সময় পরীক্ষা হলে দায়িত্বরত কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বিষয়টি দেখতে পান। পরে তিনি তাদের কাছ থেকে উত্তর পত্র উদ্বার করেন। এবং বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লাকে জানান। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা এর কাছে উক্ত শিক্ষক দোষ স্বীকার করলে আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।কাউখালী কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব সুপার মাওলানা হোসাইন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আকাইদ ও ফিকহ বিষয়ের পরিক্ষা শেষে ১ টা ১০ মিনিটের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ প্রভাষক মো. জামাল উদ্দিনের হাতে একটি বইয়ের পাতা দেখতে পান। পরে তিনি বিষয়টি নির্বাহী অফিসারকে জানালে তিনি শিক্ষককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিনের কারাদণ্ড দেন।উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, পরিক্ষার হলে শিক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্রের উত্তর পত্র সরবরাহের দায়ে এক শিক্ষককে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓