1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের রমরমা মহা উৎসব রাজনীতিতে যার নাম বার বার উঠে আসে …… কে সেই ব্যাক্তি পিরোজপুরে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীন কারাদন্ড পিরোজপুরে ওয়াল্ড ভিশনের উদ্যোগে স্থানীয় শিশু ও যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত গজারিয়া তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন: গ্রামবাসীর ধাওয়া, ২ লাখ টাকা জরিমানা নেছারাবাদে ইয়াবা সেবন: কিশোরকে ভ্রাম্যমাণ আদালতের এক মাসের কারাদণ্ড ঝালকাঠিতে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার গজারিয়া শীর্ষ সন্ত্রাসী স্যুটার মান্নান প্রতিপক্ষের গুলিতে নিহত গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

কাউখালীতে দাখিল পরীক্ষায় নকলের সহায়তার অভিযোগে শিক্ষকের কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে চলমান মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল আকাইদ ও ফিকহ পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে লাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মো: জামাল উদ্দিনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাউখালী কেন্দ্রীয় আলীম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা এ দণ্ডাদেশ প্রদান করেন। জানাগেছে, পরীক্ষা কেন্দ্রে প্রভাষক মো. জামাল উদ্দিন নিজের পকেট থেকে প্রশ্নপত্রের উত্তর পত্র স্থানীয় মাদ্রাসার অফিস সহকারীর পকেটে তুলে দেন। এ সময় পরীক্ষা হলে দায়িত্বরত কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বিষয়টি দেখতে পান। পরে তিনি তাদের কাছ থেকে উত্তর পত্র উদ্বার করেন। এবং বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লাকে জানান। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা এর কাছে উক্ত শিক্ষক দোষ স্বীকার করলে আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।কাউখালী কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব সুপার মাওলানা হোসাইন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আকাইদ ও ফিকহ বিষয়ের পরিক্ষা শেষে ১ টা ১০ মিনিটের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ প্রভাষক মো. জামাল উদ্দিনের হাতে একটি বইয়ের পাতা দেখতে পান। পরে তিনি বিষয়টি নির্বাহী অফিসারকে জানালে তিনি শিক্ষককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিনের কারাদণ্ড দেন।উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, পরিক্ষার হলে শিক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্রের উত্তর পত্র সরবরাহের দায়ে এক শিক্ষককে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓