কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ নং শিয়ালকাঠি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৮ মে) সকাল ১০টায় ইউনিয়নের জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের শুভ সূচনা হয়।ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম সেপাইর সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ,সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা।এছাড়া উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ইউনিয়ন বিএনপি’র ও সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘৩১ দফার আলোকে ঐক্যমত্যের জাতীয় সরকার গঠন করাই বিএনপির মূল টার্গেট।’ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোকে বিএনপি সংস্কার প্রক্রিয়া গ্রহণ করছে। সেটা নিয়ে এখন দলের ভেতরে কাজ চলছে। তিনি আরো বলেন দীর্ঘ সময় মানুষ ভোট দিতে পারেনি, তাই আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
এ লক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ ব্যালট পেপারের মাধ্যমে নেতা নির্বাচিত করা হচ্ছে।ইউনিয়ন, থানা ও জেলাতে একইভাবে ব্যালটের মাধ্যমে ভোট নেয়া হবে। তাহলে সত্যিকার অর্থে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার মাধ্যমে যোগ্য নেতা নির্বাচিত হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। দলকে আরো সুসংগঠিত করতে হবে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কাউন্সিলর গণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ওয়ার্ড কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।