1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২১ মে ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে ইমামদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত ইন্দুরকানি কলেজে তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত গজারিয়া তিতাসের অভিযানে রেস্টুরেন্টকে লক্ষ টাকা জরিমানা ঝালকাঠিতে জমিজমা বিরোধে হত্যাকান্ড ভেড়ামারায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার মুন্সিগঞ্জ মিরকাদিমে স্বামীর হাতে স্ত্রী খুন ঘাতক সুমন থানায় গিয়ে আত্মসমর্পণ ফুলপুরে ভারতীয় নিষিদ্ধ আমদানিকৃত দশ বোতল মাদকসহ আটক ২ সম্মেলনের প্যান্ডেল তৈরি সময় গাছ থেকে পড়ে সাংগঠনিক সম্পাদক নজির আহত মুন্সিগঞ্জ রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফার নোট বুক বিতরণ

কাউখালীর আমরাজুড়ি ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলার ২ নং আমরাজুড়ি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বিকেলে ইউনিয়নের আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের শুভ সূচনা হয়। পরে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম এর সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান চান, শেখ হাসানুল কবির লিন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা,যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা মিঞা, জিয়াউল হাসান নিক্স, গিয়াস উদ্দিন অলি, লিয়াকত আলী তালুকদার, উপজেলা বিএনপির অন্যতম সদস্য শাফিউল আজম ভিপি দুলাল, শাহ ইমরান ফারুক প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা – ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা  বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপি করতে বুকের পাটা লাগে। সাহসী বাংলাদেশিরাই বিএনপি করে। দীর্ঘ ১৭ বছর নির্যাতিত হয়েও বিএনপি পালায়নি। কিন্তু আওয়ামী লীগ নেতা-কর্মীদের রেখেই পালিয়ে গেছে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, সবসময় খেয়াল রাখবেন কোন হাইব্রিড কুচক্র মহল যেন কমিটিতে ঢুকতে না পারে। বিএনপি হাইব্রিড নেতা কর্মী চায় না। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ওয়ার্ড কাউন্সিলর গণের সর্ব সম্মতিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓