1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ের কোথাও কর্মবিরতি, কোথাও চলছে ক্লাস কাউখালীতে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত বৃদ্ধার মৃত্যু নেছারাবাদে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি নাজিরপুরে তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে দুই স্কু‌লের ম‌ধ্যে সংঘর্ষ আহত ৫ মুন্সিগঞ্জে ৫৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করলেন ম্যাজিস্ট্রেট আদালত নেছারাবাদের একটি স্কুলের ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মৌলিকে সংবর্ধনা কাউখালীর সরকারি দুই স্কুলে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক সংগীত পরিবেশন নূন্যতম ঐক্যমত ছাড়া গনতান্ত্রিক উত্তরন সম্ভব নয় – ইলিয়াস হোসেন মাঝি জামায়াত নেতা আজহার মামলা থেকে খালাস পাওয়ায় রাজাপুরে শোকরানা অনুষ্ঠিত

কাউখালী সদর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

দেশব্যাপী বিএনপির তৃণমূল স্তরের মেয়াদ উত্তীর্ণ কমিটি সমূহ পূণর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে দীর্ঘ দশ বছর পর পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২ মে) সকালে স্হানীয় ইকো পার্ক সংলগ্ন মাঠে কোরআন তেলাওয়াত, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির।পরে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজম আলী খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এম শহিদুল ইসলাম বাদলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কেএম হুমায়ুন কবির, মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা, যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা মিঞা। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম ভিপি দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান নিক্স, গিয়াস উদ্দিন অলি, উপজেলা বিএনপির অন্যতম সদস্য শাহ ইমরান ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমন প্রমুখ।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিলর গণের সর্ব সম্মতিক্রমে ৯ টি ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓