সাইদুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধিঃ
জামায়াত ইসলামির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায় উপলক্ষে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় ও এটিএম আজহারের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা শাখা। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে বাংলাদেশ জামায়াত ইসলামি রাজাপুর উপজেলা শাখার প্রধান কার্যালয়ে এ শোকরানা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জামায়াত ইসলামি রাজাপুর উপজেলা শাখার আমীর কবির হোসেন এর সভাপতিত্বে ও নায়েবে আমীর মাস্টার ইউসুফ আলী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামি ব্যাংক রাজাপুর শাখার ব্যাবস্থাপক মুশফিকুর রহমান, ঝালকাঠি জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা ডাঃহেমায়েত উদ্দীন,ইসলমী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা আল আমিন, আব্দুল মালেক কলেজের সাবেক অধ্যক্ষ বেলায়েত হোসেন, রাজাপুর সদর ইউনিয়ন এর আমীর মাওলানা আইয়ুব আলী,শুক্তাগড় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল আলীম প্রমূখ। দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন নিরপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার এতদিন জেলে বন্দি করে রেখেছিল। সত্যকে কখনও দাবায় কেউ রাখতে পারেনি। আজকের রায় সেটাই প্রমাণ করেছে। দেশবাসীর মতো আমরা রাজাপুর বাসী আজকের এই রায়ে ভীষণ খুশি।আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী, আইনজীবী প্যানেল এবং সব শুভানুধ্যায়ী যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই রায় সম্ভব হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুলাইয়ের গণআন্দোলনে যারা অংশ নিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।