নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় মোকারিমপুর ইউনিয়নের বিএনপি’র চারটি ওয়ার্ডে, ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। গণতন্ত্রের প্রক্রিয়া এবং সুস্থ ধারায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় আজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার প্রধান এস এম বদিউজ্জামান
এবং সহকারী কমিশনার শাহিন হাসান টোকন। ৬ নং ওয়ার্ডের সভাপতি নির্বাচনে নির্বাচিত হন লাল মিয়া ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম দুদু।৭ নং ওয়ার্ডের সভাপতি পদে নির্বাচনে নির্বাচিত হন মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আলাল উদ্দিন।৮ নং ওয়ার্ডের সভাপতি পদে নির্বাচনে নির্বাচিত হন আব্দুস সামাদ লালন ও সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম কিরণ।৯ নং ওয়ার্ডের সভাপতি পদে নির্বাচনে নির্বাচিত হন আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।এই সময় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর সভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান আলী।ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আসলাম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাদত হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বিশু,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইসহা হক আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুর ইসলাম রঞ্জু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা শামীম,রোকোনুজ্জামান রোকন। ভেড়ামারা উপজেলা যুবদল নেতা মজিবুর রহমান বাবু মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, যুবদল নেতা আজাদ। সঞ্চালনায় ছিলেন মনজুরুল আলম দুলাল সম্মানিত সদস্য ভেড়ামারা উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য বিএনপি। আয়োজনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপির) মোকারিমপুর ইউনিয়ন ওয়ার্ড শাখা, ভেড়ামারা কুষ্টিয়া।