ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ জেলা পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে নুরের ওপর হামলার প্রতিবাদে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি মানববন্ধন করা হয়। পরে সংগঠনটির উপজেলা সভাপতি আমির হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান টিটুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নুরুল হক নুরের ওপর হামলা- এটি গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার উপর আঘাত। তারা হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।বক্তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করারও আহ্বান জানান। তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের মত আরেক স্বৈরাচার দল জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করা হোক।