ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর এলাকার ১৩ জেলে ভারতের কারাগারে আটক। পরিবারের সদস্যরা তাদের ফেরত আনার জন্য আহাজারি করছেন। পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর মালেক বেপারীর মালিকানাধীন এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারে গভীর বঙ্গবসাগরে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়। মেরামত সম্ভব না হওয়ায় ট্রলার ও ১৩ জন জেলে ভাসতে ভাসতে ভারতের সীমান্তে চলে যায়।এসময় ভারতের কোস্টগার্ড ১৭ সেপ্টেম্বর সকালে জেলে খোকন মাঝি, আঃ মন্নান শেখ, খায়রুল বাশার, মিরাজ শেখ, তরিকুল ডাকুয়া, শহিদুল ইসলাম, আকরাম খান, ইউসুফ মোল্লা, রাজু শেখ, রাকিব সিকদার, মারুফ বেপারী, আল-আমিন, শাহাদাহ হোসেনকে আটক করে কাটদ্বীপ জেল হাজতে রাখে। জেলেদের পরিবার ও আত্মীয় স্বজনরা তাদের দ্রুত মুক্তির জন্য আহাজারি করছেন।