পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ভান্ডারিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন এর নেতৃত্বে জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় আরো উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।