
নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টাঃ
কুষ্টিয়ার ভেড়ামারা সাথী ফুড পার্ক এন্ড রির্সোট ও ফিটনেস ক্লাব-জিমের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩শে জানুয়ারি) সকাল সাতটায় উপজেলা চত্বর থেকে বের হয়ে সাত কিলোমিটার ম্যারাথন দৌড়ের পরে আবার উপজেলা চত্বর এসে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা সাথী গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সহকারী কমিশনার ভুমি ডা: গাজী আশিক বাহার।বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জায়েদুর রহমান, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার উপদেষ্টা আব্দুল আলিম এর সঞ্চালনায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় কুষ্টিয়া-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী,ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজাহান আলী সহ প্রায় ৩ শতাধিক সদস্য অংশ গ্রহণ করেন তার মধ্যে নারীরা প্রায় ২৫ জন ছিলেন।পরিশেষে এমন অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশে আয়োজন সমাপ্ত করায় ধন্যবাদ জ্ঞাপন করেছে অংশগ্রহণকারীরা।