1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন গজারিয়া শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন কসাই আটক পবিপ্রবিতে ৮২ শতাংশ পদ নিয়েও বিএনপিপন্থি শিক্ষকের জামাতিকরণ অভিযোগ রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন নাটোরে গলা কেটে ব্যবসায়ীকে হত্যা সাংস্কৃতি মানুষের সুন্দর অনুভূতির উন্মোচন ঘটায় – ইলিয়াস হোসেন মাঝি কাউখালীতে ভূমি সেবা দুর্নীতিমুক্ত করতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত গলাচিপায় অবৈধ ‘ ট্রলনেট’ জাল দিয়ে মৎস্য  আহরণে ১৫ জেলে আটক জুলাই শহিদদের স্মরণে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি নির্বাচন সভাপতি শাহাদাৎ, সম্পাদক নাসিমুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম ঝালকাঠি :

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি- সম্পাদকসহ ৬টি পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।অপরদিকে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে অপর একটি প্যানেল থেকে সহ সভাপতিসহ ৫টি পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আইনজীবী সমিতির নিজস্ব ভবনে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ হোসেন ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, ১১টি পদে ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শিগগিরই নির্বাচিতদের শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে। বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে মো. শাহাদাৎ হোসেন সভাপতি পদে ৮৭ ভোটে ও মো. নাসিমুল হাসান ৫৯ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য পদে, সহ সভাপতি খান শহিদুল ইসলাম ৭৯ ভোটে, যুগ্ম সম্পাদক মো. ফয়সাল খান ৮২ ভোটে, হাসান সিকদার ৮০ ভোটে, অর্থ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন রাঢ়ি ১১২ ভোটে, ভিজিলেন্স সম্পাদক মো. মাহেব হোসেন ৭২ ভোটে, লাইব্রেরি সম্পাদক মো. আরিফ হোসেন খান ৭১ ভোটে, ভর্তি সম্পাদক মো.আককাস সিকদার ৬৮ ভোটে, নির্বাহী সদস্য আনিসুর রহমান খান ৯৩ ভোটে ও মাসুম হাওলাদার ৬৮ ভোটে নির্বাচিত হয়েছেন। এর আগে  সকাল ১০ টায় থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলে। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন ও শহর বিএনপির সাবেক সভাপতি নাসিমুল হাসানসহ জাতীয়তাবাদী বিএনপিপন্থীরা ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপরদিকে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে সভাপতি পদে মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে সোহেল আকনসহ অপর একটি প্যানেল ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ নির্বাচনে জামায়াতপন্থী আইনজীবীরা সাধারণ সম্পাদকসহ চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আওয়ামী লীগ এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓